top of page
আমাদের পরিষেবা
বইয়ের বিজ্ঞাপণ ওয়েবসাইটের পরিষেবা বিতরণকারী সংস্থা 'নালক'। 'নালক' ২০১৪ সাল থেকে বাংলা বইয়ের প্রাকমুদ্রণ পরিষেবা দিয়ে আসছে সুনামের সঙ্গে। বহু বিশিষ্ট মানুষ এবং সংস্থা নানাভাবে নানাসময়ে 'নালক'-এর সঙ্গে যুক্ত হয়েছে। প্রাকমুদ্রণের কাজ, অর্থাৎ লেখকের হাতের লেখা থেকে টাইপ এবং বাংলা বানানবিধি অনুযায়ী প্রুফ ও পৃষ্ঠাসজ্জার কাজ ছাড়াও 'নালক' অফসেট, প্রিন্ট অন ডিম্যান্ড এবং আরও নানা ডিজিটাল মুদ্রণ পরিষেবাও দিয়ে থাকে। এছাড়াও ভারতের নানা প্রান্তে ট্রান্সপোর্ট, বইয়ের প্রচার এবং ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থাও নালক পাবলিকেশনের কর্মধারার মধ্যে সুবিদিত। সর্বোপরি 'নালক' তার নিজস্ব প্রকাশনা ব্যবস্থার মাধ্যমেও লেখকদের পরিষেবা প্রদান করে থাকে।