top of page

বাংলা উপন্যাসের অন্দরমহল (প্রবন্ধ)

লেখক : দেবকুমার সোম

প্রকাশক : ভিরাসত ট্রেড

প্রচ্ছদ : পার্থপ্রতিম রায়


দৈর্ঘ্য : ২১৮ মিমি

প্রস্থ : ১৪০ মিমি

স্পাইন : ১৫ মিমি

পৃষ্ঠা : ১৭০


প্রকাশকের কথা


‘অন্দরমহল’ শব্দটির গভীর তাৎপর্য রয়েছে। শব্দটির মাধ্যমে কোনও বিষয়ের অস্তি এবং নাস্তি— দু-ধরনের চরিত্র প্রকাশ পেতে পারে। আসলে সবকিছুর-ই কাঠামো দুটো হয় একটি ভেতরের, আর-একটি বাইরের। আমরা স্বাভাবিকভাবে বাইরের কাঠামোয় চোখ বোলাই। ভেতরের কাঠামোতে সচারাচর প্রবেশের উপায়ও আমাদের থাকে না। তার জন্য চাবিকাঠি হস্তগত করতে হয়। আর সে-কাজ সাধারণের অসাধ্য। তবে সাধারণের অসাধ্য বলে কোনও কিছু অনুসন্ধানের প্রক্রিয়া পৃথিবীতে কখনও থেমে থাকে না। তাহলে ‘ডিসকভারি’ শব্দটি পৃথিবীর কোনও অভিধানে থাকত না। হ্যাঁ, যাঁরা পারেন; তাঁরাই পারেন। তাই জগতের সব বিষয়েই সত্য অনুসন্ধান করে নতুনতর ধারণার জন্ম দেওয়াটা গবেষকদের কাজ। বিজ্ঞান, শিল্প,

অর্থনীতি, রাজনীতির মতো সাহিত্যের জায়গাটিও আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে জীবনবোধ তৈরির ক্ষেত্রে সাহিত্যের ভূমিকা প্রবল। পৃথিবীর নানা ভাষায় সাহিত্যের নানা বিভাগ নিয়ে অবিরাম গবেষণা চালিয়ে যান সৃজনশীল মানুষেরা। আর উপন্যাস হল সাহিত্যের একটি অতি জনপ্রিয় শাখা। বাংলা সাহিত্যেও এই শাখায় বহুল পঠিত / ঈর্ষণীয় সম্ভার রয়েছে। আর এই সম্ভারকে বিজ্ঞানসম্মত বিশ্লেষণের মাধ্যমে এর চারিত্রিক বৈশিষ্ট্যের রূপরেখা পাঠকের কাছে তুলে ধরা একটি অতি গুরুত্বপূর্ণ এবং দুরূহ কাজ। তবে তা অসম্ভব নয়। দেবকুমার সোমের এই বইটি পড়লে বোঝা যায় নির্মোহ দৃষ্টিতে দেখে নৈরাজ্য-বর্জিত চেতনা নিয়ে কেউ কেউ সিঁড়ি ভেঙে ভেঙে বাংলা উপন্যাসের উপর ও নীচের তলের এক বাহুল্যহীন অথচ যুক্তিসম্মত সিদ্ধান্তে আসতে সক্ষম হন। দেবকুমার পেরেছেন, পেরেছেন শুধু নয়, বরং বাংলা সাহিত্যের উপন্যাসের পাঠকদের কাছে ‘কী পড়ব এবং কেন পড়ব’ শব্দবন্ধের অর্থটিকে ঠিকঠাক প্রত্যয়িত করতে পেরেছেন। এই রকমের বই প্রকাশ করার অর্থ পাঠকের মেধা ও বোধের প্রতি সম্মান জানানো। অন্তত এইটুকু আমরা করলাম বলে খানিক শ্লাঘাও বোধ করছি। বইটির নির্মাণে স্বাভাবিক নিয়মে যাঁরা হাত লাগালেন তাঁরা প্রত্যেকেই ন্যায্যভাবেই এই শ্লাঘার অংশীদার। আমি লেখক ও বাকি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নির্মাণে সত্যিই অক্ষম। একমাত্র পাঠকেরা নিশ্চয় বুঝবেন আমার বয়ানে কোনও অতিশয়োক্তি নেই।

Comments


bottom of page