
লিখলেন শেলী ভট্টাচার্য
বই ঃ রামধনুর রাগবিস্তার
লেখক ঃ কৌশিক চট্টোপাধ্যায়
প্রকাশনী ঃ পলান্ন
মূল্য ঃ ২৫০/-
পৃষ্ঠা সংখ্যা ঃ ২৪০ (হার্ড বাইন্ডিং)
গল্প ঃ ন্যান্সি
নৃশংসতার ঘ্রাণে ভরা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েও লেখক চেষ্টা করেছেন অমৃতের সন্ধান দিতে। স্নেহের পরশের সন্ধান দিতে।
গল্প ঃ বীরবিক্রমের বীরত্বনাশ
জব্বর মজাদার গল্প এটি। অহংকার বা ক্রোধ ... তার যে কালের নিয়মে সমূলে পতন বা বিনাশ ঘটবে ... সেই বার্তা দিয়ে ভীষণ সুন্দর গল্প লিখেছেন লেখক। লেখনশৈলী চমৎকার।
গল্প ঃ জনক
ভাঙ্গনের শেষ মুহূর্তেও পুনরায় আশাবাদী স্বপ্নগুলোর গড়ে ওঠার গল্প 'জনক'। অভিমানী বিচ্ছেদ যে কখনওই মিলনের প্লাবনের চেয়ে শক্তিশালী হতে পারে না, গল্পে এই বার্তা দিয়েছেন লেখক।
গল্প ঃ বায়োস্কোপ
জীবনের সব যন্ত্রণার সমাপ্তি রয়েছে অনন্তের পথে ... ক্লান্তির শেষে নিরবিচ্ছিন্ন বিশ্রামে ... গল্পটা পড়তে পড়তে ভীষণভাবে অনুভব করছিলাম এই কথাগুলোকে। অদ্ভুত মায়াময় এই গল্পের বুনন।
গল্প ঃ গল্পের প্লট
ধূর্জটিবাবু একজন বেশ খ্যাতনামা লেখক। শারদীয়াতে ভৌতিক উপন্যাস লেখার তাগিদে নিজেই গিয়ে পৌঁছেছিলেন বন্ধু রমেনের পরিচিত জমিদার বাড়িতে। রহস্যময় সেই বাড়ির ইতিহাস ঠিক কতখানি শিহরিত করেছিল লেখককে, তা জানতে হলে পড়তে হবে এই গল্পটি।
গল্প ঃ শঙখমালার হাতছানি
সুদূর আফ্রিকার বান্স আইল্যান্ডের এক নৃশংস ইতিহাসকে ভিত্তি করে লেখক লিখেছেন এই অসাধারণ অলৌকিক গল্পটি।
গল্প ঃ আতর
গল্পটি পড়তে পড়তে মনে হচ্ছিল, আহা এমন কিছুর প্রভাবে যদি সত্যিই জীবনে সব সমস্যার সমাধান হয়ে যেত! কিন্তু শেষের চমক ভাবিয়ে তুলল।
গল্প ঃ নীলকান্তর উপাখ্যান
মজার ছলে লেখা আরেকটি বার্তাবহ গল্প এটি। কোনও অভ্যাসকেই অন্ধের মতো চিন্তাভাবনায় প্রশ্রয়ে বড় হতে দিতে নেই, সেই শিক্ষাই ফুটিয়ে তুলেছেন গল্পে বর্ণিত নীলকান্তবাবুর চরিত্রটি।
গল্প ঃ হোলি
সমাজের সর্পিলাকার অন্ধকার জগতের গল্প 'হোলি'। গল্পটিকে বাস্তবতার মোড়কে সমাপ্ত করেছেন লেখক। তবে পাঠক হিসাবে গল্পের অন্তিমে একটু আশার আলো দেখার অপেক্ষায় ছিলাম।
গল্প ঃ কবি
কলেজ প্রেমের মজাদার গল্প 'কবি'। লেখকের লেখার গুণে বেশ রসময় হয়ে উঠেছে।
গল্প ঃ শেষ কথা
বিষাদময় গল্প 'শেষ কথা'। হঠকারী সিদ্ধান্তের পরিণতিতে কতটা তছনছ হয়ে যেতে পারে চারপাশ, তারই একটা টুকরো ছবি এই গল্পে তুলে ধরেছেন লেখক।
গল্প ঃ রক্ত পিশাচ
পাপের পরিণতিতে মৃত্যু, আর মৃত্যুর পরের প্রেত জগতকে নিয়ে এই গল্প। বেশ একটা গা ছমছমে অনুভূতি আছে গল্পের মধ্যে।
গল্প ঃ একটি নিরীহ খুন
আপাতদৃষ্টিতে বহুগামী এক পুরুষের খুনের নেপথ্যে গল্পটি শুরু হলেও, পরবর্তীতে পারিবারিক প্রেক্ষাপটে রহস্য ঘনীভূত হয়েছে। একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে অসাধারণভাবে লিখেছেন লেখক গল্পটিকে।
গল্প ঃ কবিতার ক্লাস
আরেকটি মজাদার গল্প 'কবিতার ক্লাস'। ঝরঝরে লেখায় চমৎকার শব্দশৈলী।
গল্প ঃ বেট মানে টোপ
গায়ে কাঁটা দিয়ে উঠেছে গল্পটি পড়ে। মনে দাগ কেটেছে গল্পের একটি লাইন 'অতি সুসভ্যরাই সবচেয়ে বড় সঙ্কট পৃথিবীর কাছে'।
গল্প ঃ রাত্রি এসে যেথায় মেশে
মন ভালো করা প্রেমের গল্প এটি। পড়তে পড়তে ফিরে যাচ্ছিলাম কলেজ ইউনিভার্সিটির জীবনে।
গল্প ঃ সাহিত্য সাধক শশধরবাবু
লেখকের রম্যরচনার হাত চমৎকার। মজার আড়ালে সমাজের খ্যাতিপ্রিয় মানুষের মুখোশকে অসাধারণভাবে খুলে দিয়েছেন লেখক।
গল্প ঃ রহস্যময় হত্যা
গোটা একটা উপন্যাসের রসদ আছে এই ছোটো গল্পটিতে। নৃশংস সিরিয়াল কিলারের মুখোশ উন্মোচনের মধ্য দিয়ে অপরাধপ্রবণতার আড়ালের শিহরিত কারণ সামনে তুলে এনেছেন লেখক।
গল্প ঃ কিঙ্কর চৌধুরীর আশ্চর্য স্বপ্ন
লিখতে বসে একজন লেখক ঠিক কতভাবে লেখার সঙ্গে একাত্ম হতে পারেন, সেই প্রেক্ষাপটে লেখা তথ্য সমৃদ্ধ এই অলৌকিক গল্প।
গল্প ঃ লালবাবা ও মাস্ক
ভীতির থেকেই সৃষ্টি হয় দুর্বলতার, আর তার সুযোগ নিতে মুখোশধারীদের অভাব হয় না। জীবনের এই কঠিন তিতকুটে সত্যকে সহজ সরলভাবে ফুটিয়ে তুলেছেন লেখক।
গল্প ঃ মহেশদা
কিছু অদ্ভুত অনুভূতি আজীবন যুক্তিহীন রহস্যের আড়ালে গচ্ছিতই থেকে যায়, তেমনই এক গল্প 'মহেশদা'।
গল্প ঃ ফটিক
এক অপরাধের সূত্র টেনে হেচড়ে নিয়ে আসে পূর্বের অপরাধীকে। পাপ আর পাপীর নিস্তার নেই চিরকালের বিচারে। গল্পের সূত্র ধরে সেই সত্যকেই এই গল্পের মধ্য দিয়ে প্রতিস্থাপিত করেছেন লেখক।
গল্প ঃ মোহ
গল্পটির রিভিউ লিখতে গিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করেছি বহুবার। গল্পের বেশ কয়েকটা লাইন ভীষণভাবে নাড়িয়ে তুলেছে বিবেককে। বইয়ের শেষ গল্পটি তাই আলাদা একটা তৃপ্তি দিয়েছে আমায়।
লেখকের হাতে এরকম ছোট গল্পের সংকলনের অপেক্ষায় রইলাম। বইটির জন্য নিরন্তর শুভেচ্ছা রইল। কয়েকটি বানান ভুল ছাড়া বইটিতে লেখার ফন্ট সাইজ, কভার সহ সবটাতেই পড়ার তৃপ্তি পেলাম।