
আকাশবাণী: লেখালেখির জগতে পায়েল চট্টোপাধ্যায় এখন পরিচিত নাম। তরুণ লেখকের কলম থেকে আমরা পাচ্ছি চমকে দেবার মতো গল্প, অণু গল্প বা প্রবন্ধ। সম্প্রতি শেষ করলাম পায়েলের লেখা বই রাজবাড়ির ইতিকথা।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অবস্থিত প্রায় পঞ্চাশটি রাজবাড়ির ইতিহাস ভারি সুন্দর করে বিবৃত করেছেন পায়েল। এই রাজবাড়ি গুলির নাম জানা, অনেকগুলিতে যাবার সুযোগও ঘটেছে কিন্তু ইতিহাস জানা ছিল না।
বইটি অনায়াসে জ্ঞানপিপাসুদের রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। পায়েলকে ধন্যবাদ এই গবেষণাধর্মী কাজের জন্য। বইটির ছাপা ঝকঝকে, প্রচ্ছদ ভাল তবে ছবিগুলি রঙিন হলে আরও ভাল লাগত।
বই রাজবাড়ির ইতিকথা
লেখক পায়েল চট্টোপাধ্যায়
প্রকাশক ঘরে বাইরে পাবলিকেশন
মূল্য ৪০০ টাকা
ঋতুপর্ণা রুদ্র
--------------------------------------------
পায়েল চ্যাটার্জি, আকাশবাণী: পায়েল চট্টোপাধ্যায় লিখিত রাজবাড়ীর ইতিকথা বইটি পাঠক মহলে সাড়া ফেলেছে। ইতিহাসাশ্রয়ী বই সহৃদয়ের কাছে অনুভূতির পরশ নিয়ে আসে।সেই অনুভূতিকে আশ্রয় করে পৌঁছে যাওয়া যায় নির্দিষ্ট লক্ষ্যে। রাজবাড়ীর ইতিকথা বইটি সেই উদ্দেশ্য সাধনে সচেষ্ট হয়েছে। শব্দচয়ন, অক্ষরবিন্যাস, ভাবনার বুনোট,চিন্তনের বাঙ্ময় প্রকাশে গ্রন্থটি হয়ে উঠেছে অনন্য। প্রচ্ছদটিও নজর কাড়া।
শুভদীপ মুখোপাধ্যায়
বইটি পাওয়া যাচ্ছে.....
অনলাইনে লিপিঘরের নাম্বারে -
8100268975
9830463981
কলেজস্ট্রিটের বসাক বুক স্টোর ও দে বুক স্টোরে।
'রাজবাড়ী ইতি কথা' পায়েল চট্টোপাধ্যায় এর লেখা এই বইটিতে অনেক পুরানো দিনের রাজবাড়ি কথা আছে, যেগুলি আমি নাম হয়তো শুনেছি কিন্তু সেই সব রাজবাড়ির গল্পঃ জানতাম না বা তাদের ইতিহাস কেমন ছিল সে সব ব্যাপারে এমন অজ্ঞাত ছিলাম না, কিন্তু এই "রাজবাড়ী ইতি কথা" বই পড়ে অনেক রাজবাড়ির সম্পর্কে জানতে পারি, এছাড়াও অনেক কিছুই...।
ধন্যবাদ এমন একটি সুন্দর বই যেটা পড়ে অনেক কিছু পুরনো দিনের রাজবাড়ীর কথা জানতে পেরেছি ধন্যবাদ মহাশয়া আপনাকে,
সরফরাজ ইকবাল