বইয়ের বিজ্ঞাপণ
জ্ঞানের জগতের চিরায়ত মাধ্যমগুলোর সর্বশ্রেষ্ঠ হল বই। সত্যি বলতে কি, বই পড়ার বিকল্প মাধ্যম হিসেবে ইলেকট্রনিক গ্যাজেটের অন্তর্জাল প্রক্রিয়াটি আজকের আধুনিক সময়ের উপযোগী হয়ে সমানভাবে হাজির হলেও, সারা পৃথিবীর পাঠকগণ বই-আকারে কাগজে ছাপা অক্ষরকেই আজও মাথায় তুলে রেখেছেন। আবার এ-ও সত্যি, মানুষের সৃষ্টিধর্মী চিন্তন ও তা প্রকাশের অন্যান্য বস্তুগত মাধ্যমগুলো হয়তো-বাআজ কিছুটা প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে ইলেকট্রনিক গ্যাজেটের কাছে, কিন্তু কাগজে ছাপা বইকে আজও ইলেকট্রনিক গ্যাজেটের সঙ্গে দ্বন্দ্বে অবতীর্ণ হতে হয়নি, বরং পরস্পরের সহযোগিতায় হাত ধরাধরি করে আধুনিক সময়ের জ্ঞানের সোপানটিকে ধরে উচ্চ শিখরে ওঠার প্রক্রিয়ায় সর্বদা ক্রিয়াশীল। বরং অকাট্য এই সত্যটি স্বীকার করতে বাধা নেই, আধুনিক বইয়ের প্রকাশনার প্রচার ও প্রাপ্তির দিকটি বিগত সময়গুলোতে যত না আপাত সহজ ছিল, কম্পিউটার বা স্মার্টফোন মানুষের কাছে সহজলভ্য হবার পর তা যেন লক্ষাধিক গুণ বেড়ে গেছে। আজকের জটিল ও ব্যস্ততম সময় পাঠককে পৃথিবীর বিভিন্ন ভাষার বই বা লেখকের খোঁজখবর বা বহু প্রাচীন বইয়ের তাৎক্ষণিক হদিশ পাওয়ার লক্ষ্যে আধুনিক ইলেকট্রনিক গ্যাজেটের সাহায্য নিতে পারে। লেখককে বা পাঠককে আজ অযথা ঘন্টার পর ঘন্টা সময় খরচ করে জাতীয় গ্রন্থাকারে ছুটতে হয় না। মনে হয়, জ্ঞান আহরণের এই সবুজ মাধ্যমটিকে মানুষ অসীম ভবিষ্যতেও সঞ্চরণশীল করে রাখবে।
আমাদের ‘বইয়ের বিজ্ঞাপন’-এর ভাবনা বইয়ের আধুনিক প্রচারের এই পরিসর থেকেই। সারা পৃথিবীর বাঙালি পাঠকদের কাছে সসম্মানে নির্দিষ্ট এই দায় নিয়েই হাজির হয়েছি আমরা। বইয়ের বিজ্ঞাপন ঠিক সেই অর্থে বিশেষ কোনও প্রকাশনীর ঠিকেদারি নয়, বরং বলতে চাইছি এই বিশেষ নামের তরঙ্গ মাধ্যমটি হয়ে উঠুক সারা পৃথিবীর বাংলা বই প্রচারের এক সৎ একনিষ্ঠ তথ্যসমৃদ্ধ এক আর্কাইভ বা গবেষণাগার। প্রকাশনীর কর্তা ব্যক্তি, লেখক অথবা পাঠক তারা তাদের বইটিকে প্রচারের মাধ্যম হিসেবে নিজেরাই আপলোড করে ফেলতে পারেন আমাদের এই ওয়েবসাইটে। বহু প্রাচীন, অথবা পুরনো বা নতুন বইয়ের সম্পূর্ণ পিডিএফ-ও।প্রচারের মাধ্যম হিসেবে বইটির নাম, লেখকের নাম ও পরিচিতি, পাঠ প্রতিক্রিয়া, প্রকাশকের কথাসহ প্রকাশন সংস্থার ঠিকানা, ফোন নম্বর, মূল্য, দৈর্ঘ্য ও প্রস্থ, পাতার সংখ্যা এবং প্রাপ্তিস্থান দেওয়া অবশ্য কর্তব্য। উঠে আসুক এ-সময়ের তরুণ প্রজন্মের সাহিত্যিক কবি প্রবন্ধকারদের সৃষ্টিশীল লেখনিশক্তি। পুঠি আসুক আজকের নির্ভেজাল গ্রামীণ ও লোকসাহিত্যের দিকটিও। এমনকি প্রকাশন সংস্থা বা লেখক চাইলে বই প্রকাশের অবশ্য শর্তগুলো পালনে শর্তসাপেক্ষে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ‘বইয়ের বিজ্ঞাপন’।
বাংলা বইয়ের সার্বজনীন প্রচার মাধ্যম হিসেবে এই সুবিশাল কর্মযজ্ঞের দায়িত্ব শুধু ‘বইয়ের বিজ্ঞাপন’ কর্তৃপক্ষের নয়— এ-কাজ সকলের— প্রকাশন সংস্থা, বা লেখক অথবা বাংলার অগণিত পাঠকের।
‘বইয়ের বিজ্ঞাপন’-এর তরফ থেকেআপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আসুন সবাই মিলে গড়ে তুলি বাংলা বইয়ের এক গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন এক ওয়েব আর্কাইভ বা গবেষণাগার।

”বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো।”